
জিহাদ হোসেন জাহিদ,স্টাফরিপোর্টার:
সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতি, হত্যা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মব ও গুজব সৃষ্টির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিক দল।
সোমবার (২১ জুলাই) সকাল ১০ টায় জেলা শ্রমিক দলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মহাজনপট্টি, সদর রোড, বাংলস্কুল মোড়, নতুন বাজার দিয়ে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পূর্বে বক্ত্যব রাখেন জেলা বিএনপির আহব্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর,, যুগ্ম আহব্বায়ক হুমায়ুন কবির সোপান, সদস্য ইয়ারুল আলম লিটন।
ভোলা জেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল আলম মানিক, সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম,সিনিয়র যুগ্নু সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,সাংগঠনিক সম্পাদক আজিজুল হক।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আহবায়ক আওলাদ হোসেন বাহার, সদস্য সচিব আব্দুল কাদের বিপ্লব, যুগ্ন- আহবায়ক আলমগীর মোল্লা,ভাসান শ্রমিক দলের সভাপতি ইব্রাহীম,শ্রমিকদল নেতা কসুদ,আব্দুল জলিল।
বিক্ষোভ মিছিলকে সফল করতে ভোলা জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা খন্ড-খন্ড মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাবেশে অংশগ্রহণ করেন।