
ভোলার সদর উপজেলার ১৩নংদক্ষিণ দিঘলদী ইউনিয়নে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এর ২.৩ও ৪ নং ওয়ার্ড কমিটি গঠন করা উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার,(১৮ই জুলাই) বিকেল ৪টায় নতুন হাট বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
(বিজেপি) দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সদস্য সচিব মোঃ কামরুল হাসান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মোতাছিম বিল্লাহ।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন “আমরা সেই নেতার রাজনীতি করি, যিনি দেশ ও জনগণের কথা বলেন। তিনি ভোলা জেলার রূপকার, মরহুম নাজিউর রহমান মঞ্জু এবং তার উত্তরসূরি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর হাতকে শক্তিশালী করার লক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য বানিয়ে তাকে আমরা সংসদে পাঠাবো ইনশাল্লাহ। এই লক্ষ্যে সবাই একত্রিত হয়ে কাজ করতে হবে এই বলে সবাইকে আহবান করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি নূর নবী প্রফেসর, সহ সভাপতি মোঃ মানিক বাঘা, সহ সাধারণ সম্পাদক বাদল রাজা, সদর উপজেলা সাধারণ সম্পাদক, আবুল বশার বুলবুল, সাংগঠনিক সম্পাদক আইনুর রহমান জুয়েল মিয়া, সদস্য কবির বিশ্বাস। ইউনিয়ন বিজেপির আহবায়ক মোঃ হুমায়ন কবির, মোঃ সেলিম হাওলাদার।
এ সময় বাংলাদেশ জাতীয় বিজেপির দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ২.৩ও ৪ নবগঠিত ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২ং ওয়ার্ডের বিজেপি সাবেক,সভাপতি মোঃ আনসার মোল্লা