ভোলা প্রতিনিধি:
ভোলা সদর উপজেলা ভেলুমিয়া ইউনিয়নের স্থানীয় বিএনপি নেতা খোকন গাজী গংদের সাথে একই এলাকার হাসনাইন আহমেদ রাব্বি গংদের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র সংঘর্ষর ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায়।
গত (৮ জুন) রবিবার রাত্র ৯ টার সময় শরিফখান বাজার এলাকার ৮ নং ওয়ার্ডে
ওয়ারেন্টের ভুক্ত আসামিকে গ্রেফতার করাকে কেন্দ্র করে এই সংঘর্ষর ঘটনা ঘটে। উক্ত সংঘর্ষে ৫জন আহত হয়েছেন। আহতরা হলেন (১)শাহীন (২)সোহেল ফরাজি (৩)অলিউল্লাহ হাওলাদার(৪) আমির হোসেন সিকদার(৫) শহীদুল হাওলাদার সবাই ভোলা সাদর ২৫০ শয্যা হসপিটালে চিকিৎসা নেন।
বিষয়টি নিয়ে ভুক্তভোগী অনিল হাওলাদার ভোলার সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে ভুক্তভোগী খোকন গাজী বলেন আওয়ামী লীগের ১৬ বছরে হামলা মামলা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে আমাদের নেতাকর্মীরা। হঠাৎ করে হাসনাইন আহমেদ রাব্বি এসে বিএনপি'র নাম পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড করেন। আমাদের কর্মীরা ওই অন্যায় কাজের বাধা প্রধান করলে তিনি ওয়ারেন্ট ভুক্ত এক আসামি গ্রেফতার কেন্দ্র করে পরিকল্পিত আমাদের নেতাকর্মীদের উপরে হামলা করেন।
সেখানে আমাদের পাঁচজন নেতা কর্মী আহত হন, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সঠিক বিচারের দাবি করছি।
ভুক্তভোগী অনিল হাওলাদার বলেন একজন ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করেন ভেলুমিয়া ফাঁড়ি পুলিশ। হাসনাইন গংরা বলেন ঐ আসামিকে আমারা পুলিশকে ধরিয়ে দিয়েছি বিষয়েটি নিয়ে কথার কাটাকাটি হলে এক পর্যায়ে পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা করে মারধরসহ আমার বাইক ভাংচুর করে এতে আমাদের ৫ জন নেতা কর্মী আহত হয়েছে।
এবিষয়ে হাসনাইনের সাথে যোগাযোগ করতে চাইলে তার ব্যবহারিত মোটো ফোন বন্ধ পাওয়া যায়।