
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও ভোলা-২ দৌলতখান ও বোরহানউদ্দিন আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর এম আলম।
উল্লেখ্য সোমবার (২১ জুলাই) বেলা সোয়া ১টার দিকে উত্তরার মাইলস্টোন কলেজ ভবনের ওপরে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।
মঙ্গলবার(২২জুলাই ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬ টার দিকে যুক্তরাষ্ট্র জ্যাকসন হাইটসের ড্রাইভার সিটি প্লাজায় এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যুক্তরাষ্ট শাখার উদ্যোগে আয়োজিত দোয়া, মোনাজাত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও ভোলা-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর এম আলম।
তিনি বলেন, উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি জানাই গভীর সমবেদনা। তিনি আরো বলেন, জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান চালানো কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তিনি ঘটনাটিকে দায়িত্বহীনতার উদাহরণ হিসেবেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনা জাতীয়ভাবে আমাদের সবার জন্যই দুঃখজনক। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে, সেই পদক্ষেপ গ্রহণ করবে।
বিএনপি নেতা দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, আব্দুল লতিফ সম্রাট, মোঃ গিয়াস আহম্মেদ,
নিউইয়র্ক স্টেট বিএনপি’র সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, তারেক রহমান বহিরবিশ্ব উপদেষ্টা কমিটির সদস্য, গোলাম ফারুক শাহিন।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যুক্তরাষ্ট্রের শাখার সহ-সভাপতি মোস্তফা আহমেদ, মোঃ এম হোসেন,মো: মিজানুর রহমান, মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক আবুল কালামসহ যুক্তরাষ্ট্র শাখার বিএনপি, শ্রমিক দলসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।